বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেড়া দিয়ে রাস্তা বন্ধ করলেন পরাজিত প্রার্থীর সমর্থকরা

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২১ ১৬:২২

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বৃহস্পতিবার দুপুরে নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে হেরে যাওয়ায় এক কৃষকের বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন পরাজিত প্রার্থীর সমর্থকরা।

এতে তিন দিন ধরে চরম ভোগান্তিতে পড়েছে পরিবারটি। বাধ্য হয়ে অন্যের জমির আইল ধরে চলাচল করতে হচ্ছে তাদের।

গাতামারী ইউনিয়নের পূর্ব আমঝোল গ্রামে এ ঘটনায় কৃষক আব্দুর রহমান মঙ্গলবার হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযাগ করেন।

এতে পরাজিত প্রার্থীর সমর্থক এলাকার আওলাদ হোসেন, শরিফ উদ্দিন ও রফিকুল ইসলামের নাম উল্লেখ করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বৃহস্পতিবার দুপুরে নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

লিখিত অভিযোগে জানা গেছে, ২৬ ডিসেম্বর গোতামারী ইউনিয়নে ভোট হয়। এতে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইদার রহমান মোরগ প্রতীকে সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সঞ্জয় রায় হেরে যান।

পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এক কৃষকের বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। ছবি: নিউজবাংলা

আব্দুর রহমান বিজয়ী প্রার্থীর পক্ষে কাজ করায় তার বাড়ির সামনে চলাচলের একমাত্র রাস্তাটি বাঁশের বেড়া ও টিন দিয়ে বন্ধ করে দিয়েছেন পরাজিত প্রার্থীর সমর্থক আওলাদ হোসেন।

কৃষক আব্দুর রহমান বলেন, ‘রাস্তা বন্ধ থাকায় শিশুসন্তানসহ আমরাও বাইরে কোথাও বের হতে পারছি না। তারা আমার বাবা এলাকার যে মসজিদে আজান দেন, সেটির চাবিও কেড়ে নিয়েছেন।’

স্থানীয় মনছুর উদ্দিন বলেন, ‘আওলাদ হোসেন রাস্তা বন্ধ করে কাজটি ঠিক করেননি। আমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি রাস্তা খুলে দেয়ার জন্য। কিন্তু উল্টো তিনি আমাদের হুমকি-ধমকি দিয়েছেন।’

অভিযুক্ত আওলাদ হোসেন বলেন, ‘আমি রাস্তা বন্ধ করে দিয়েছি। আপনাদের যা করার করেন।’

এ বিভাগের আরো খবর