বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফের রোড ডিভাইডার ভাঙল বাস, নিহত বেড়ে ২

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২১ ১৬:১৯

পুলিশ জানিয়েছে, গুলিস্তানের জিপিও মোড়ের কাছে শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। হাসপাতালে একজন মারা গেছেন।

রাজধানীর গুলিস্তান এলাকায় রোড ডিভাইডার ভেঙে বাস চাপায় এক পথচারীর প্রাণ গেছে। আহত হয়েছেন দুজন।

গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের বিপরীত পাশের সড়কে বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। হাসপাতালে একজন মারা গেছেন।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, শ্রাবণ পরিবহনের একটি বাসের চাপায় আহতদের ঢাকা মেডিক্যালে নেয়ার পর একজন মারা যান। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে রাজধানীর খিলক্ষেত এলাকায় গত মঙ্গলবার এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের পোশাক পরা অবস্থায় বাসটি চালিয়ে নিতে এমদাদকে দেখেছেন তারা।

কাপ্তানবাজার মার্কেটের সামনে সড়ক দিয়ে বাসটি চালিয়ে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দিকে যাওয়ার পথে ডানে মোড় নেয়ার সময় দুর্ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, গাড়িতে তখন কোনো যাত্রী ছিল না। পুলিশ সদস্য এমদাদ কোথা থেকে বাসটি চালিয়ে আনেন, তা জানাতে পারেননি তিনি।

শ্রাবণ পরিবহনের বাসটি পুলিশ সদস্য চালাচ্ছিলেন বলে অন্তত ১০ প্রত্যক্ষদর্শী নিউজবাংলাকে বলেছেন। তারা প্রত্যেকেই স্থানীয় ব্যবসায়ী। তবে পরবর্তী সময়ে ঝামেলা হবে এমন ভয়ে তারা কেউই নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে চাননি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, ১০০ গজের মধ্যেই ডানে মোড় নিতে গিয়ে পথচারীদের ওপর বাস তুলে দেন এমদাদ। বাসের ধাক্কায় পথচারীরা আহত হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। কয়েকটি রিকশা ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।

মদনপুর থেকে গুলিস্তানে চলাচল করে শ্রাবণ পরিবহন। কাপ্তানবাজার কমপ্লেক্স ভবনের সামনে দিয়ে শ্রাবণ পরিবহনের বাসগুলো এসে তাদের যাত্রী নামিয়ে দেয়। এরপর সামনের রাস্তা ঘুরে গুলিস্তান সেন্ট্রাল জামে মসজিদের সামনে যাত্রী উঠিয়ে আবার মদনপুরের উদ্দেশে রওনা হয়।

‘একটু সামনে যাওয়ার পরই ডানে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পুলিশের ওই সদস্য। গাড়িটি উঠিয়ে দেন পথচারীদের ওপর। ধাক্কা দেন কয়েকটি মোটর সাইকেল ও কয়েকটি রিকশাকে।’

এক পথচারীর ওপর দিয়ে বাসের চাকা চলে যায় বলে জানান আরেক পথচারী। তিনি বলেন, ‘পুলিশের সদস্য যে গাড়িটি চালাচ্ছিলেন তা ওই এলাকায় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা কেউ স্বীকার করছেন না।’

এ বিষয়ে জানতে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে গেলে অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা যায়। তবে পুলিশ বক্সে প্রবেশ মুখে গেট আটকে রাখেন পুলিশের সদস্যরা। গেটে থাকা পুলিশ সদস্যরা জানান, ভেতরে তাদের স্যারদের কেউ নেই। সবাই মেডিক্যাল গেছেন।

পুলিশ ফাঁড়ির সামনেই আহত এক রিকশাচালককে পাওয়া যায়। তার নাম রমজান আলী। হাত ও পায়ে আঘাত পেয়েছেন তিনি। ওই রিকশাচালক বলেন, ‘আমার নিজের অবস্থাই খারাপ, কেডা চালাইছে দেহি নাই। শুনছি পুলিশ চালাইছে। এজন্য এইখানে আইসি।’

এ বিভাগের আরো খবর