বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভিকারুননিসার বিজ্ঞানে সবাই জিপিএ ফাইভ

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২১ ১৬:০৬

অধ্যক্ষ জানান, ভিকারুননিসার ব্যবসা বিভাগে পাস করেছে ১৪৫ জন; মানবিকে ৫০ জন। বাকি ১ হাজার ৪৩৮ ছাত্রী বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসিতে পাস করেছে ১ হাজার ৯৬৩ জন ছাত্রী। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১ হাজার ৪৩৮ জনের সবাই জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

প্রতিষ্ঠানটিতে এবার এসএসসিতে পাসের হার ৯৯.৭৫ শতাংশ।

ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন নাহার বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ফল জানান।

তিনি জানান, প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৬৩৩ জন জিপিএ ফাইভ পেয়েছে। শিক্ষার্থী অনুপাতে জিপিএ ফাইভের হার ৮৩.১৯ শতাংশ।

এবার ভিকারুননিসার ৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয়নি। এদের মধ্যে দুজন পড়ালেখা করতে বিদেশে গেছে।

অধ্যক্ষ জানান, প্রতিষ্ঠানটির ব্যবসা বিভাগে পাস করেছে ১৪৫ জন; মানবিকে ৫০ জন। বাকি ১ হাজার ৪৩৮ ছাত্রী বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অংশ নেয়া কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি এবার।

কামরুন নাহার বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো, অনলাইন ক্লাসও কখনো বন্ধ হয়নি।’

তিনি বলেন, ‘করোনায় অনেক শিক্ষার্থী আগের মতো পড়াশোনা করতে পারেনি। আমার মনে হয়েছে এবার পরীক্ষা দিতে গিয়ে অনেকের হাত কেঁপেছে। দীর্ঘদিন করোনার কারণে পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা কিছুটা অনভ্যস্ত হয়ে গিয়েছিল, যার কিছুটা প্রভাবও পরীক্ষায় পড়েছে। তা ছাড়া আরও ভালো ফলাফল হতো।’

সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরের পর ঢাকঢোল বাজিয়ে উল্লাস করে ভিকারুননিসার ছাত্রীরা।

এ বিভাগের আরো খবর