নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বরিশাল নগরীতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বৃহস্পতিবার দুপুর ১২টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বরিশালের সভাপতি অধ্যাপক দুলাল মজুমদার।
সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ভোট প্রয়োজন। বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় তারা জনগণের কথা এখন আর ভাবছে না। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতে ব্যালটে সীল মেরে জনমত ও সমর্থনবিহীন এক অবৈধ সংসদ ও সরকার গঠন করা হয়।
‘ভোট ডাকাতির এই তিন বছরে দেশে বেকারত্ব, দরিদ্র বেড়েছে, মানুষের আয় কমেছে। বিপুল সংখ্যক মানুষ অর্থনৈতিক ঝুঁকিতে পড়েছে। সাড়ে তিন কোটি নতুন দরিদ্র হয়েছে। অন্যদিকে একই সময় দেশে ১৭ হাজারের ওপরে নতুন কোটিপতি হয়েছে।’
মনীষা আরও বলেন, ‘বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি অলিখিত নিয়মে পরিণত হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইন দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।’
বক্তব্যে গ্রামে রেশনিং ব্যবস্থা চালু করাসহ কৃষি, শিক্ষা ও চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি।
সমাবেশ শেষে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গির্জা মহল্লা, চকবাজার, কাঠপট্রি সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।