বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফোনালাপ বিকৃতি: যা বললেন সেই আ. লীগ নেতা

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২১ ০১:০৮

সম্প্রতি আওয়ামী লীগ নেতা মো. রোশান আলী মাস্টার ও দেবিদ্বার উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রুহুল আমিনের মধ্যকার এক মিনিট ৪০ সেকেন্ডের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে রুহুল আমিনের সঙ্গে রোশান আলী মাস্টারকে বলতে শোনা যায়, ‘যারা নৌকা করে তারা সব রাজাকারের বাচ্চা।’ এ নিয়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে। তবে সংবাদ সম্মেলনে রোশন আলী মাস্টার দাবি করেন, এটি তার পূর্ণ বাক্য ছিলনা। বাক্যের শুরুতে ’দেবিদ্বারে’ শব্দটি কেটে বাদ দেয়া হয়েছে। মূল বাক্যটি ছিল ‘দেবিদ্বারে যারা নৌকা করে তারা রাজাকারের বাচ্চা।’

‘যারা নৌকা করে তারা রাজাকারের বাচ্চা’- সম্প্রতি ভাইরাল হওয়া এ বক্তব্যটি বিকৃত করে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার।

বুধবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন রোশন আলী মাস্টার।

সম্প্রতি মো. রোশান আলী মাস্টার ও দেবিদ্বার উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রুহুল আমিনের মধ্যকার এক মিনিট ৪০ সেকেন্ডের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে রুহুল আমিনের সঙ্গে রোশান আলী মাস্টারকে বলতে শোনা যায়, ‘যারা নৌকা করে তারা সব রাজাকারের বাচ্চা।’ এ নিয়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে।

তবে সংবাদ সম্মেলনে রোশন আলী মাস্টার দাবি করেন, এটি তার পূর্ণ বাক্য ছিলনা। বাক্যের শুরুতে ’দেবিদ্বারে’ শব্দটি কেটে বাদ দেয়া হয়েছে। মূল বাক্যটি ছিল ‘দেবিদ্বারে যারা নৌকা করে তারা রাজাকারের বাচ্চা।’

তিনি জানান, এটি তার কিছুদিন আগের রুহুল আমিনের সঙ্গে কথোপকথনের কর্তিত (এডিট করা) অংশ। সেদিন বিএনপি নেতার সঙ্গে তার প্রায় পৌনে এক ঘণ্টা টেলিফোনে কথা হয়েছিল। এসময় নানা বিষয়ে নিজেদের মধ্যে আলাপ হয়েছিল। এর মাঝে গত ফেব্রুয়ারি মাসে দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচন নিয়ে কথা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছিলেন।

ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছিলেন মাত্র ১৬ ভোট। এর বিপরীতে বিএনপি প্রার্থী পেয়েছিলেন ৯৮১ ভোট। এই ফলাফল প্রমাণ করেছে যে দেবিদ্বারে যারা আওয়ামী লীগ করে তারা নিজেরাও বিএনপি প্রার্থীকে ভোট দিয়েছেন। সেজন্য ক্ষিপ্ত হয়ে তিনি বলেছিলেন, ‘দেবিদ্বারে যারা নৌকা করে তারা রাজাকারের বাচ্চা।’

একই কথোপকথনে রোশন মাস্টারকে বলতে শোনা যায় যে, দেশে টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায়, মন্ত্রিত্ব পাওয়া যায়, সে দেশে রাজনীতি করে কি করবেন? কথোপকথনের প্রাসঙ্গিকতাকে বাদ দিয়ে আংশিক প্রচার করে এর ভুল ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে বলে জানান তিনি।

রোশন মাস্টার বলেন, ‘আপনারা যদি একটু ভাল করে শোনেন তাহলে বুঝতে পারবেন আমার এই কথার আগে রুহুল আমিন বলছিলেন যে, তিনি শেষ হয়ে গেছেন। মূল বিষয়টা ছিল তিনি আমাকে আক্ষেপ করে বলছিলেন গত নির্বাচনে তিনি তার দলকে মোটা অংকের টাকা দিয়েও নমিনেশনতো পাননি উল্টো টাকাও ফেরত পাননি। তার বদলে আরও বেশি টাকার বিনিময়ে দেবিদ্বারে আওয়ামী লীগ পরিবারের একজন প্রার্থীকে বিএনপি নমিনেশন দিয়েছিল। তাই তিনি বিরাট ক্ষতির মুখে পড়েছেন।

‘ওই প্রসঙ্গ ধরেই আমি তাকে বলেছি, যে দেশে টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায়, মন্ত্রিত্ব পাওয়া যায়, সেখানে আপনার রাজনীতি করার দরকার কি বরং ব্যবসা-বাণিজ্য করেন। অতীতে টাকার বিনিময়ে মন্ত্রী-এমপি হবার ঘটনা বিএনপিতে আছে, সেই সূত্রে আমি এমনটা বলেছিলাম।’

দেবিদ্বারে আওয়ামী লীগের রাজনীতিকে পুরোপুরি শেষ করে দেয়ার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে সেজন্য এই কথোপকথনকে ষড়যন্ত্রমূলকভাবে এডিট করে বিকৃত করে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন রোশন মাস্টার।

তিনি বলেন, ‘আমি চাই প্রশাসন তদন্ত করে পুরো অডিও ক্লিপটি বের করে জনগণের জন্য প্রচার করুক আর দোষীদের সাজার আওতায় আনা হোক। আমি ইতিমধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছি।’

এ বিভাগের আরো খবর