বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুঁজিবাজারের উন্নয়নে প্রশিক্ষণ জরুরি: বিএসইসি চেয়ারম্যান

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২১ ২৩:০৬

শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, “গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে দেশের পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে। আর ‘জার্নাল অব ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড গর্ভন্যান্স’ প্রকাশনাটি পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখবে।”

পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজন অনুসারে প্রশিক্ষণ আয়োজনের তাগিদ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম।

বুধবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত ‘জার্নাল অব ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড গর্ভন্যান্স’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।

শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ‘গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে দেশের পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে। আর এই প্রকাশনা পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখবে।

ইনস্টিটিউটটি পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজন অনুসারে প্রশিক্ষণের আয়োজন করছে। গবেষণা ও জার্নাল প্রকাশ পুঁজিবাজারের উন্নয়নে সহায়ক হবে। একইসঙ্গে জার্নালের মান ধরে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।’

বিআইসিএমের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিআইসিএমের উদ্যোগে বঙ্গবন্ধু ফিনকুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘পুঁজিবাজারে আধুনিক টেকনোলজি ব্যবহার করে কিভাবে আরও এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আমাদের আরও কাজ করতে হবে। পুঁজিবাজারে প্রযুক্তিগত দক্ষ জনবল তৈরিতে বিআইসিএম ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানে জার্নাল কমিটির সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের অধ্যাপক ড. মাহফুজুল হক জার্নালটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, সার্বিকভাবে মান নিয়ন্ত্রণ করেই জার্নালটি প্রকাশ করা হয়েছে। এটি ভবিষ্যতে এই সেক্টরে অনন্য ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, ‘বাংলাদেশে একটি দক্ষ, স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং সমৃদ্ধ পুঁজিবাজার গঠনে প্রয়োজনীয় পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। জার্নালটি প্রকাশের মাধ্যমে ইনস্টিটিউটের দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইসিএম জার্নালের ব্যবস্থাপনা সম্পাদক ও বিআইসিএমের খণ্ডকালীন গবেষণা ফেলো ড. সুবর্ণ বড়ুয়া। উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক শাব্বির আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব রুখসানা হাসিন, অর্থ বিভাগের যুগ্ম সচিব সিরাজুন নূর চৌধুরী, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শুভ্র কান্তি চৌধুরী, এফসিএ।

অনুষ্ঠানে বিআইসিএমের উদ্যোগে বঙ্গবন্ধু ফিনকুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিবলী রুবাইয়াত উল ইসলাম।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের আরিফুল ইসলাম। প্রথম রানার-আপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ইমতিয়াজ চৌধুরি ও ফয়সাল হোসেন। দ্বিতীয় রানার-আপ হয়েছেন তিনজন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের কানিজ আহমেদ ও আসাদ উল হক আকাশ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোফাজ্জল হোসেন।

এ বিভাগের আরো খবর