রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে বৈঠকটি হয়।
বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি জানান, সাক্ষাৎকালে বিদায়ী প্রধান বিচারপতি দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
সফলভাবে দায়িত্ব পালনের জন্য সৈয়দ মাহমুদ হোসেনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনাসহ বিচার বিভাগের উন্নয়নে বিদায়ী প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের নেয়া পদক্ষেপেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের মেয়াদকাল এ মাসের ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। এর আগেই নিয়োগ দেয়া হবে দেশের ২৩তম প্রধান বিচারপতি।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ৬৭ বছর পূর্ণ হচ্ছে চলতি বছরের শেষ দিন। ওই দিন তিনি অবসরে যাবেন। তার অবসরের আগেই নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হবে।