ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে ২০০ পরিবারের চলাচলের বাঁশের সাঁকো ভেঙে দিয়েছেন এক প্রার্থী।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মঙ্গলবার দুপুরে এই কাণ্ড ঘটান কামরুজ্জামান মোল্লা।
তার দাবি, বাঁশের সাঁকোটি তার নিজের জমির ওপর। জমিতে কাজ করার জন্য সাকোঁটি সরিয়ে নিয়েছেন তিনি।
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ‘মোরগ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনে ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রবিউল আলমের কাছে হেরে যান।
স্থানীয়রা জানান, রাধাসার গ্রামের বাসিন্দা কামরুজ্জামান ভোটে হেরে পাশের মৃধা বাড়ির ভোটারদের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে লোকজনের চলাচলের বাঁশের সাঁকোটি ভেঙে দেন।
এ বিষয়ে মৃধা বাড়ির জাহাঙ্গীর আলম বলেন, ‘সাঁকোটি দিয়ে বাখরপাড়া গ্রামের লোকজন চলাচলও করত। কিন্তু নির্বাচনে হেরে তিনি (কামরুজ্জামান) দা দিয়ে কুপিয়ে সাঁকোটি ভেঙে দিয়েছেন। এতে আমরা বিপাকে পড়েছি।’
আরেক বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, ‘তাকে ভোট না দেয়ার অভিযোগ এনে বাঁশের সাঁকোটি ভেঙে দিয়েছেন। ফলে রাধাসার গ্রামের তফাদার বাড়ি, মৃধা বাড়ি, মোল্লা বাড়ি ও পাটওয়ারী বাড়ির ২০০ পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।’
এ বিষয়ে কামরুজ্জামান মোল্লা বলেন, ‘নির্বাচনে হেরে নয়, আমাদের সম্পত্তির ওপর বাঁশের সাঁকোটি করা হয়েছে। নির্বাচনের সময় সাঁকোটি তৈরি করায় তখন কিছু বলতে পারিনি। জমিতে কাজ করব বলে এখন সাঁকো ভেঙে দিয়েছি।’