নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জয় পেতে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার মিথ্যাচার করছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, ‘আমার মেয়াদে ট্যাক্স বাড়ানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। কিন্তু সিটির মানুষ জানে, আমি তা করিনি। গত পাঁচ বছরে এই ইস্যুতে কেউ কখনও অভিযোগ করেনি। হঠাৎ এসে স্টান্টবাজি করে মানুষকে বোকা বানানো যাবে না।’
আগামী ১৬ জানুয়ারি ইভিএমে নারায়ণগঞ্জ সিটির ২৭ ওয়ার্ডে ভোট। নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিক প্রার্থী দেয়নি। স্বতন্ত্র হয়ে লড়ছেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমূর আলম খন্দকার। অন্যদিকে বর্তমান মেয়র আইভীর ওপর আস্থা রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বুধবার থেকে শুরু হয় নির্বাচনি প্রচার। সকালে তৈমূর চালান জনসংযোগ। বিকেলে মাঠে নামেন আইভী। সিদ্ধিরগঞ্জে ৮ নম্বর ওয়ার্ডে পাঠানটুলি থেকে জেলেপাড়া পর্যন্ত প্রচার চালান তিনি।
আইভী বলেন, ‘এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থীকে সম্মান জানিয়ে প্রচার চালিয়ে যাব। কারও বিষয়ে মন্তব্য করব না। প্রচারের প্রথম দিনেই ভোটাররা আমার পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। মানুষ বাইরে এসে আমাকে স্বাগত জানাচ্ছে। এটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।’
এর আগে, সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় জনসংযোগ চালান বিএনপি নেতা তৈমূর। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই। মাননীয় প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করেন তাহলে এ নির্বাচন সুষ্ঠু হবে। বাংলাদেশের একমাত্র পাওয়ার পয়েন্ট প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না, এটা নির্ভর করে প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর।’
প্রতিদ্বন্দ্বী আইভী প্রশ্নে বলেন, ‘সে অবশ্যই আমাকে চাচা বলবে। আমি তাকে ভাতিজি বলি। এতে কোনো সন্দেহ নেই। জনগণ যাকে ভোট দেবে, সে-ই নির্বাচিত হবে।’
এ সময় ভোটারদের সামনে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তৈমূর। বলেন, ‘আমি নাগরিকদের সব ধরনের সুযোগ-সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে নেমেছি। জয় পেলে আমার প্রথম কাজ হবে অযাচিতভাবে যেসব খাতে ট্যাক্স বাড়ানো হয়েছে তা কমানো।’