বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুম: জাতিসংঘ তদন্ত দলকে দেশে চায় বিএনপি

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২১ ১৮:১৯

বিএনপি মহাসচিব বলেন, ‘এক দশক যাবত বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের গুম, নাগরিক আন্দোলনের কর্মী গুম বাংলাদেশে একটা ত্রাসের অবস্থা সৃষ্টি করেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বারবার বাংলাদেশে তাদের প্রতিনিধি দল তদন্তের জন্য পাঠাতে চাইলেও সরকার অনুমতি দেয়নি।’

বাংলাদেশে গুমের ঘটনা তদন্ত করতে জাতিসংঘের তদন্ত দলকে দেশে আসার অনুমতি দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।

গত সোমবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সংবাদমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইউএনএইচআরসির গুমসংক্রান্ত ‘ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সেস’ প্রতিবেদনে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কর্তৃক ‘গুমের’ ঘটনাগুলো উঠে এসেছে।”

তিনি বলেন, ‘গত এক দশক যাবত বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের গুম, নাগরিক আন্দোলনের কর্মী গুম বাংলাদেশে একটা ত্রাসের অবস্থা সৃষ্টি করেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বারবার বাংলাদেশে তাদের প্রতিনিধি দল তদন্তের জন্য পাঠাতে চাইলেও সরকার অনুমতি দেয়নি। বিএনপির সভায় এ সংস্থার তদন্ত কমিটিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফএআই) প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত (২০১৪ সাল বাদ দিয়ে) ছয় বছরে বাংলাদেশ থেকে প্রায় ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই হিসাব সামগ্রিক চিত্র বর্ণনা করে বলে মনে করে না বিএনপি। প্রকৃতপক্ষে দুর্নীতি ও অর্থ পাচারের সামগ্রিক চিত্র আরও ভয়াবহ। সভা মনে করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি ও দুর্নীতিবাজদের প্রশ্রয়ে অর্থ পাচার হচ্ছে।’

এ বিভাগের আরো খবর