ময়মনসিংহের গফরগাঁওয়ে এক মাদ্রাসাছাত্রীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর এলাকার বাঁশবাগান থেকে বুধবার দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
চৌদ্দ বছর বয়সী ওই কিশোরীর নাম মারুফা আক্তার। সে এলাকার মজিবুর রহমানের মেয়ে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজের ঘরেই শুয়ে ছিল মারুফা। কিন্তু রাত ১টার দিকে ঘরের দরজা খোলা দেখে পরিবারের লোকজন গিয়ে দেখেন, সে ঘরে নেই। পরে বাড়ির আশপাশে অনেক খোঁজাখুজির পরও তাকে আর পাওয়া যায়নি।
পরদিন সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে একটি বাঁশবাগানে মারুফার আগুনে পোড়া দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, ‘নিহতরা আট ভাই-বোন। তাদের বাবা একজন দিনমজুর। ঘটনার রাতে পরিবারের কোনো সদস্য বা অন্য কারও সঙ্গে তার কোনো ঝগড়াও হয়নি।’
প্রেমঘটিত ব্যাপারে তাকে ডেকে নিয়ে হত্যার পর আগুনে পোড়ানো হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়টিও আমরা সন্দেহ করে গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।
‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।’