রাঙ্গামাটির বাঘাইছড়িতে চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।
উপজেলার দুইকিলো এলাকায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসান বলেন, ‘দুই গ্রুপের গোলাগুলিতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকটি মরদেহ খোঁজা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি একে–৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।’
তিনি জানান, নিহতদের একজন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির, অপরজন ইউপিডিএফের অনুসারী।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুইকিলো ইউপিডিএফের নিয়ন্ত্রিত এলাকা। দুপুরে সেখানকার একটি দোকানে অবস্থান করছিল ইউপিডিএফের কয়েকজন সদস্য। এ সময় জেএসএস গ্রুপের সদস্যরা তাদের ওপর গুলি চালায়। পরে উভয় গ্রুপের মধ্যে গোলাগুলি হয়।
নিউজবাংলাকে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও জেএসএসের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা বলেন, ‘ইউপিএফের নিয়ন্ত্রিত এলাকা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। মূলত আধিপত্য বিস্তার নিয়ে ঘটনার সূত্রপাত’।
৩৪ নম্বর রূপকারী ইউপি চেয়ারম্যান শামল চাকমা নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাটি ৮ নম্বর ওয়ার্ডের পাকুজ্জ্যাছড়ি দুইকিলো এলাকায় ঘটেছে। তবে কী কারণে হয়েছে তা আমি জানি না। আমি রাঙ্গামাটি শহরে আছি।’