বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৪৪ ধারা ‘ভেঙে’ বিএনপির সমাবেশের তোড়জোড়

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২১ ১২:৪৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ফেনীর ওয়াপদা মাঠে বিএনপির জনসভা হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে সাবেক এমপি জয়নাল হাজারীর এদিন দাফন হওয়ায় জনসভা পিছিয়ে বুধবার নেয়া হয়।

বিএনপির জনসভার স্থানে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা একই সময় সভা ডাকায় ফেনী শহরের ওয়াপদা মাঠ এলাকায় বুধবার দিনভর ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

তবে এই পরিস্থিতির মধ্যেই সমাবেশ করার চেষ্টা করছে বিএনপি। এ নিয়ে শহরজুড়ে দেখা দিয়েছে উত্তেজনা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ফেনীর ওয়াপদা মাঠে বিএনপির জনসভা হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে সাবেক এমপি জয়নাল হাজারীর এদিন দাফন হওয়ায় জনসভা পিছিয়ে বুধবার নেয়া হয়।

এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় জেলা যুবলীগ মাইকিং করে ঘোষণা দেয়, ওয়াপদা মাঠে তারা কর্মিসভার প্রচার করবে।

এ অবস্থায় সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ওয়াপদা মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।’

বিএনপির নেতা-কর্মীদের দাবি, ওয়াপদা মাঠে সমাবেশ করতে তাদের অনুমতি দেয়া হয়েছিল। সেই অনুমতির পর তারা মাঠও সাজিয়েছেন। করা হয়েছে আলোকসজ্জা। সব প্রস্তুতি শেষে তাদের সমাবেশ বানচাল করলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘আমরা প্রশাসনের অনুমতি নিয়ে জনসভা করছি... আমাদের কেন্দ্রীয় নেতারা এখন ফেনীতে অবস্থান করছেন। আমাদের নেতা-কর্মীরা মাঠে প্যান্ডেল প্রস্তুতির কাজ করছে। অথচ প্রশাসনের এমন নিষেধাজ্ঞায় আমরা অবাক হয়েছি।

‘এই মুহূর্তে আমরা কী করব সেটি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে জানাব। জয়নাল হাজারীর মৃত্যুতে আমরা মহানুভবতা দেখিয়েছি অথচ আওয়ামী লীগ আমাদের সঙ্গে বাকশালী আচরণ করছে।’

সভা-সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশ শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। তবে কড়াকড়ির মধ্যে সকাল ১০টার দিকে শহরের ইসলামপুর রোডের মাথায় বিএনপির একটি ঝটিকা সমাবেশের চেষ্টা বাধার মুখে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ নিউজবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগের পেটুয়া বাহিনী আজকে আমাদের সমাবেশ বন্ধ করে দিয়েছে। আমরা আবার অনুমতি চাইব। ফেনীতে জনসভা করব।’

ফেনী শহরের মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। ছবি: নিউজবাংলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, ‘ফেনী হচ্ছে বিএনপির মাটি। খালেদা জিয়ার জন্মভূমি। যেকোনো মূল্যে ফেনীতে জনসভা করা হবে। প্রয়োজনে ১৪৪ ধারা ভঙ্গ করা হবে।’

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘আমরা জনসভা করার সব প্রস্তুতি শেষ করেছিলাম। কিন্তু আওয়ামী লীগ আমাদের সঙ্গে বাকশালী আচরণ করেছে।’

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম বলেন, ‘আমরা জনসভা করব। প্রশাসন অনুমতি যদি না দেয়, তারপরও আমরা এই জনসভা করব। আমাদের নেত্রীর মুক্তির আন্দোলন ও বিদেশে চিকিৎসার দাবি করে যাব।’

জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন নিউজবাংলাকে বলেন, ‘বিএনপি কোনো ধরনের ঘোষণা ছাড়া মঙ্গলবার রাতে এ রকম একটি জনসভা ডেকেছে। আমাদের পূর্বনির্ধারিত কর্মী সমাবেশ ছিল।’

ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ জানান, ‘যদি প্রশাসনের নিষেধাজ্ঞা থাকে তাহলে আমরা প্রোগ্রাম করব না। প্রশাসনের সিদ্ধান্তের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। বিএনপিকে উদ্দেশ্য করে আমরা কোনো প্রোগ্রাম ডাকিনি।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন নিউজবাংলাকে জানান, প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনের আওতায় নেয়া হবে।

এ বিভাগের আরো খবর