চাঁদপুরের ফরিদগঞ্জের রুপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সামনেই সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারের চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের খোকন সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। গৃদকালিন্দিয়া বাজারে এলে আওয়ামী লীগের প্রার্থী শরীফ হোসেন সমর্থকদের মিছিল নিয়ে কলেজের পাশ দিয়ে সড়কে ওঠেন।
এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন, ভাঙচুর করা হয় ২৫টি মোটরসাইকেল। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপের কারণে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।
এক পর্যায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোকন বলেন, ‘আগে থেকেই আমার মোটরসাইকেল শোভাযাত্রাটি নির্ধারিত ছিল। বিকেলে শোভাযাত্রা বের করে সন্ধ্যার দিকে গৃদকালিন্দিয়া বাজারে গেলে নৌকার প্রার্থী শরীফ খানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় আমার ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়। আমাদের অন্তত ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।’
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শরীফ হোসেন খান বলেন, ‘মিছিল নিয়ে কলেজের পাশ দিয়ে সড়কে ওঠার সঙ্গে সঙ্গে খোকনের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ৮-১০ জন নেতা-কর্মী আহত হয়েছে।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ হোসেন বলেন, সংঘর্ষে বেশকিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি।
পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ফরিদগঞ্জের রুপসা দক্ষিণসহ ১৩টি ইউনিয়ন পরিষদে ভোট।