পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের মালামালবাহী ট্রাক জব্দের ঘটনায় আটক সাবেক ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সোমবার ওই পাঁচজনকে আটক করা হয়। কেউ কোনো অভিযোগ না করায় বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ল এমেন্ডমেন্ট-১ এর ৪ ধারায় পাবনা আমলী আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, এর আগে সোমবার রূপপুর প্রকল্প এলাকা থেকে বের হয়ে যাওয়ার সময় ট্রাকটি জব্দ করা হয়। সেখানে পাওয়া যায় প্রায় ১০ টন রড ও পাইপ। এগুলো পাচার করা হচ্ছিল সন্দেহে আটক করা হয় পাঁচজনকে।
তারা হলেন-পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ আলী, লক্ষ্মীকুণ্ডা গ্রামের রুবেল ইসলাম রাজন, ঠাকুরগাঁও জেলার আরাজী মাটিগাড়া গ্রামের মাজহারুল ইসলাম সাদ্দাম, ঈশ্বরদীর বাঘইল স্কুলপাড়ার কামরুল হাসান রাসেল ও নাটোরের বনপাড়ার বাহিমালি গ্রামের আবুল কালাম।
রূপপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, প্রকল্প এলাকা থেকে ট্রাকটি বের হলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মালামালগুলো পায়। এরপর চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হয়। তা দিতে না পারায় চালক আবুল কালাম আজাদকে আটকে জিজ্ঞাসাবাদ করে তারা।
জিজ্ঞাসাবাদে তিনি চারজনের নাম জানান। তার দেয়া তথ্যে রূপপুর প্রকল্প এলাকা থেকেই অন্য চারজনকে আটক করা হয়।