নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সঙ্গে ঠাট্টা শুরু করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনি আবার একটি ঠাট্টা-মশকরা শুরু করেছেন। আর সেটা জনগণের সঙ্গে। আপনি নির্বাচন কমিশন করবেন। কাকে দিয়ে করবেন? রাষ্ট্রপতিকে দিয়ে করবেন। কিন্তু তার তো নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার নেই।
‘একটা আইন রচিত হবে, আর সেই আইনের পথ হবে নির্বাচন কমিশন। অথচ সেই আইন আপনি মান্য করছেন না। কারণ সে ধরনের কোনো আইন যদি করা যায়; তাহলে আপনি হুদাকে পাবেন কোথায়, রকিবকে পাবেন কোথায়?’
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আপনি যে ভোটকেন্দ্র চান, সেখানে কোনো ভোটার যাবেন না, যাবে গরু-ছাগল। গতবার তো করেছেন নিশিরাতের নির্বাচন; এবার কোন রাতের নির্বাচন করবেন, নাকি আবার শেষ রাতের নির্বাচন করতে চান।’
অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে রিজভী বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। তার মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
‘বেগম জিয়াকে মুক্তি দেয়া না হলে আগামীতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক বন্ধ করে দেয়া হবে। কঠিন আন্দোলন করা হবে।’ সেই আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন হবে বলে আশা রিজভীর।
জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্যসচিব আব্দুর রহিম।
জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, আলী আজগর রিপন মল্লিক, শহর বিএনপির সভাপতি একে ইরাদত মানু, মিরকাদিম পৌরসভা বিএনপির সভাপতি মো. জসিম, জেলা যুবদলের সভাপতি সুলতান আহমেদ, জেলা মহিলা দলের সভানেত্রী পাপিয়া ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস আলী খান মোহন, জেলা ছাত্রদলের সভাপতি মোজাজ্জেল হক মুন্না প্রমুখ।