বগুড়ার শেরপুরে চুরি গরু বহনের অভিযোগ তুলে একটি ট্রাক পুড়িয়ে দিয়েছেন গ্রামবাসী। চোর সন্দেহে তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছেন তারা।
উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের সুখ চান, বগুড়ার শেরপুরের শিবপুর গ্রামের জহুরুল ইসলাম ও পাশের সুঘাট ইউনিয়নের ফুলজোড় গ্রামের হবিবর রহমান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ধুনট উপজেলার হিজুলি গ্রামে সোমবার রাতে কৃষক শাহ আলমের বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে একটি গাভি ও একটি ছাগল চুরি করে একদল লোক। তারা সেগুলো মিনি ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল। টের পেয়ে শাহ আলম চিৎকার করলে আশপাশের লোকজন ধাওয়া দেন।
শাহ আলম জানান, চোরচক্র রাস্তার পাশে চুরির প্রাণীগুলো ট্রাক থেকে নামিয়ে দিয়ে পালাতে চেষ্টা করে। সে সময় পাশের শেরপুর উপজেলার কালিয়াকৈর গ্রামে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। ওই চক্রের দুইজন তখন পালিয়ে গেলেও তিনজনকে ধরে পিটুনি দেন গ্রামবাসী। তারা ওই ট্রাকে আগুন দেন।
ওসি শহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা আন্তজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য। এই ঘটনায় ধুনট থানায় মামলা হবে। তাদের সেখানে হস্তান্তর করা হয়েছে।