বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জমি নিয়ে ভাইদের বিরোধে সংঘর্ষ

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২১ ১৭:১৯

জাঙ্গাল গ্রামের হানিফ মিয়া জানান, ওই গ্রামের কবরস্থানের জায়গা নিয়ে মো. সাইফুল ও মো. ইব্রাহিম নামে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল অনেকদিন ধরেই। সবশেষ কবরস্থানের পাশে রাস্তা নির্মাণ নিয়ে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। সেটিই পড়ে সংঘর্ষে গড়ায়। 

ব্রাহ্মণবাড়িয়া সদরে জমির বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের লোকজনদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়িঘর।

সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাঙ্গাল গ্রামের হানিফ মিয়া জানান, ওই গ্রামের কবরস্থানের জায়গা নিয়ে মো. সাইফুল ও মো. ইব্রাহিম নামে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল অনেকদিন ধরেই। সবশেষ কবরস্থানের পাশে রাস্তা নির্মাণ নিয়ে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। সেটি মিমাংসায় সোমবার রাতে সালিশ বৈঠকও হয়।

তিনি জানান, সালিশে কোনো মিমাংসা হয়নি। পরে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। তারা অন্তত ৫টি বাড়িতে ভাঙচুর চালায়।

ওসি এমরানুল ইসলাম জানান, সাইফুল ও ইব্রাহিমের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এতে দুইপক্ষেরই ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, পুলিশ গ্রামে অভিযান চালিয়ে রাম দা, টেটা, কুচ-বল্লমসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

এ বিভাগের আরো খবর