বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাদা পোশাকে র‍্যাবের অভিযান, ‘ডাকাত ভেবে’ চা শ্রমিকদের হামলা

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২১ ১৬:৪৫

স্থানীয়দের ভাষ্য, মাদক উদ্ধারে গিয়েছিল র‍্যাব। আটক করে এক শ্রমিককে। বাকি শ্রমিকরা তাদের ডাকাত ভেবে বাগানের পাগলা ঘণ্টা বাজায়। সবাই জড় হয়ে হামলা চালায় র‍্যাবের ওপর। উদ্ভুত পরিস্থিতে র‍্যাব গুলি চালালে, আহত হন একজন।   

চট্টগ্রামের ফটিকছড়িতে র‍্যাবের সঙ্গে চা শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে র‍্যাবের পাঁচ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

উপজেলার ভুজপুর থানার বারোমাসিয়া চা বাগানে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও, বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বারমাসিয়া চা বাগানে সাদা পোষাকে মাদক উদ্ধার অভিযান চালায় র‍্যাব। অভিযানে চিত্তরঞ্জন নামে বাগানের এক শ্রমিককে আটক করে বাহিনীটি। এ সময় র‍্যাব সদস্যদের ডাকাত ভেবে বাগানের পাগলা ঘণ্টা বাজিয়ে দেন শ্রমিকরা। বাকি শ্রমিকরা জড় হয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। আহত হন ৫ জন।

উদ্ভুত পরিস্থিতিতে গুলি ছোড়ে র‍্যাব। এতে মনতোষ নামের এক শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি আহত হন ১০ শ্রমিক। এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়। আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী নিউজবাংলাকে বলেন, ‘ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ততক্ষণে র‍্যাব চলে যায়। আমরা কাউকে পাইনি। তবে শ্রমিকরা উত্তেজিত ছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, র‍্যাবের গুলিতে একজন আহত হলে শ্রমিকরা উত্তেজিত হয়ে তাদের দুটি গাড়ি ভাঙচুর করে৷ এ সময় দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।

র‍্যাবের ৫ সদস্য আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। র‍্যাবের এক সদস্যের অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বিষয়টি জানতে র‍্যাব-৭ এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর