বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চুরি করতে বরিশাল-ফরিদপুর থেকে ঢাকায়

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২১ ১৪:৪৫

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘কর্ণফুলী গার্ডেন সিটির স্বর্ণের দোকানে চুরির ১৫ দিন আগে বরিশাল ও ফরিদপুর থেকে এসে পুরান ঢাকায় একটি আবাসিক হোটেলে ওঠেন শাহীন ও শৈশব। সেখানে থেকে কোন মার্কেট বা প্রতিষ্ঠানে চুরি করা যায়, তা রেকি করছিলেন তারা। তাদের থাকা-খাওয়াসহ যাবতীয় সহায়তা দেন তাঁতীবাজারের এক স্বর্ণ ব্যবসায়ী। চোরেরা বিভিন্ন মার্কেট ঘুরে কর্ণফুলী গার্ডেন সিটির সিকিউরিটির দুর্বলতা দেখতে পান।’

রাজধানীর কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটির স্বর্ণের দোকানে চুরি করতে আসা দুই ব্যক্তি আগে বরিশাল ও ফরিদপুরের গ্রামে চুরি করতেন। বড় ধরনের চুরি করতে সম্প্রতি ঢাকায় আসেন তারা।

শাহীন মাতব্বর ও শৈশব রায় সুমনকে ওই মার্কেটে দুটি স্বর্ণের দোকানে চুরির কাজে সহায়তা করেন উত্তম কুমার সুর নামের তাঁতীবাজারের এক স্বর্ণ ব্যবসায়ী। তিনজনকেই মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

গত ২৬ ডিসেম্বর ফরিদপুরের নগরকান্দা থেকে শাহীনকে গ্রেপ্তার করে ডিবি। তার দেয়া তথ্যে বরিশাল থেকে শৈশব রায় ও শাঁখারীবাজার থেকে উত্তম কুমারকে গ্রেপ্তার করা হয়।

দুই দোকানে চুরির ঘটনায় করা মামলায় ৭০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ করা হলেও তিনজনের কাছ থেকে ২২১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

চুরি করে পালানোর সময় কিছু স্বর্ণ রাস্তায় পড়েছে এবং হীরার অলংকারগুলো নকল ভেবে কিছু অলংকার তারা ফেলে দিয়েছে বলে ডিবিকে জানিয়েছেন।

গত ১৮ ডিসেম্বর রাতে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের পেছনে একটি নির্মাণাধীন ভবন দিয়ে উঠে মার্কেটের এগজস্ট ফ্যান খুলে ভেতরে ঢোকে শাহীন ও শৈশব।

এই চুরির ১৫ দিন আগে গ্রাম থেকে এসে পুরান ঢাকার কল্পনা বোর্ডিং নামে একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে থেকে কোন মার্কেট বা প্রতিষ্ঠানে চুরি করা যায়, তা রেকি করছিলেন শাহীন ও শৈশব। তাদের থাকা খাওয়াসহ যাবতীয় সহায়তা দেন উত্তম কুমার সুর।

হাফিজ আক্তার বলেন, ‘চোরেরা বিভিন্ন মার্কেট ঘুরে কর্ণফুলী গার্ডেন সিটির সিকিউরিটির দুর্বলতা দেখতে পান। ঘটনার চার দিন আগেও একবার অ্যাটেম্প নিয়েছিলেন। কিন্তু পারেননি। পরে ১৮ ডিসেম্বর চুরি করেন তারা।’

পালানোর সময় কিছু স্বর্ণসহ একটি ব্যাগ রাস্তায় পড়ে যায় বলে চোরেরা ডিবিকে জানিয়েছেন। কেউ সেই স্বর্ণ পেয়ে থাকলে কাছের থানায় জমা দেয়ার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার।

এ বিভাগের আরো খবর