চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নুরুল আলম রাজু হত্যায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রায়ে ১৪ আসামিকে খালাস দেয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই রায় দেন।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আবছার উদ্দিন রুবেল।
দণ্ডিতরা হলেন, মো. জহির, মো. খোরশেদ, মো. রকিব, মো. আইয়ুব, মো. ইমন ও মো. দিপু। রায়ের সময় আদালতে ছিলেন ইমন ও দিপু।
এসআই আবছার উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘দণ্ডিত ৬ জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। আসামিদের মধ্যে ১৪ জনকে খালাস দেয়া হয়েছে। বাকি দুজনের বয়স ঘটনার সময় ১৮ বছরের কম হওয়ায় শিশু আদালতে তাদের বিচার চলছে।’
নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় ২০১৪ সালে বাসা থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতা রাজুকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় পরদিন নিহতের ভাই কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ৬ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ১০/১২ জনকে আসামি করে মামলা করেন।তদন্ত শেষে ২২ জনের নামে আদালতে চার্জশিট দেয় পুলিশ।