নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় নিহতদের মধ্যে থাকা শিশুটির পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম রিফাত হোসেন। বয়স ১০ বছর।
সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রিফাতের মরদেহ শনাক্ত করেন তার মা-বাবা।
রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় আহতদের কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাদেরই একজন শিশু রিফাত।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় পা কাটা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক শিশুকে হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ৮টার দিকে মৃত্যু হয়। পরিচয়হীন শিশুর মরদেহ রাখা হয় মর্গে।
ঘটনার এক দিন পর সোমবার বিকেল সাড়ে ৪টায় শিশুর মরদেহ শনাক্ত করেন মা-বাবা ও স্বজনরা। রিফাত দুর্ঘটনার সময় হেঁটে রেলগেট পার হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
মর্গে একমাত্র ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা।বাবা মোক্তার হোসেন জানান, তিনি পেশায় নির্মাণশ্রমিক। থাকেন নারায়ণগঞ্জ পাইকপাড়ার ২ নম্বর গেট বাবুরাইল কাঠপট্টি এলাকায়। দুই বোনের পর রিফাত ছিল সবার ছোট।
রিফাত তার বড় বোন যুথী আক্তারের বাসায় বেড়াতে গিয়েছিল। চাষাঢ়া ডন চেম্বারের সেই বাসা থেকে রোববার সন্ধ্যায় ফেরার সময় সে দুর্ঘটনার শিকার হয়। তা পরিবারের কেউ জানতেন না।
ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনা শুনে ও রিফাতের বাসায় না ফেরায় চিন্তিত হয়ে পড়েন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা রাত ১টার দিকে জানতে পারেন ঢাকা মেডিক্যালে আহত এক শিশু চিকিৎসাধীন। এরপর হাসপাতালে পৌঁছে জানতে পারেন শিশুর মৃত্যুর তথ্য।
মর্গে মরদেহ শনাক্ত করেন রিফাতের মা ও বাবা। এরপর তা বুঝে নিয়ে নারায়ণগঞ্জ রওনা হন। সেখানে পঞ্চায়েত কবরস্থানে রিফাতকে দাফন করা হবে বলে জানান স্বজনরা।