ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে প্রায় সমান সংখ্যায় জয় পেয়েছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন ৩৯৬ ইউপিতে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন ৩৯০টিতে।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থীদের জয়ী হওয়ার এ পরিসংখ্যান দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয় সোমবার জানায়, চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোট হয়েছে ৮৩৬ ইউটিতে। এর মধ্যে আবার ৪৮ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। এগুলো বাদে আওয়ামী লীগ ৩৯৬ ও স্বতন্ত্র প্রার্থী ৩৯০ ইউপিতে জয় পেয়েছে। বাকিগুলোতে জয় পেয়েছেন অন্যান্য দলের প্রার্থীরা।
এর আগে রোববার নির্বাচন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, নির্বাচনে ভোট সুষ্ঠু হয়েছে এবং আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে। আর ভোটার উপস্থিতি ছিল ৭০ শতাংশের বেশি।
এ পর্যন্ত অনুষ্ঠিত চার ধাপের নির্বাচনই সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন ইসি সচিব।
চতুর্থ ধাপের নির্বাচনে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯৫ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪৮, সংরক্ষিত সদস্য পদে ১১২ ও সাধারণ সদস্যপদে ১৩৫ জন।
এই ধাপের নির্বাচনে ভোটযুদ্ধে নামেন ৪৩ হাজার ৪৩৩ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান ৩ হাজার ৮১৪, সংরক্ষিত সদস্য ৯ হাজার ৫১৩ ও সাধারণ সদস্য ৩০ হাজার ১০৬ জন।
এর আগে প্রথম ধাপে গত ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপিতে ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ভোট হয় ১১ নভেম্বর। তৃতীয় ধাপে এক হাজার ইউপির ভোট হয়েছে। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোট হবে ৫ জানুয়ারি। আর ষষ্ঠ ধাপের ভোট হবে ৩১ জানুয়ারি।