এবারের রিহ্যাব মেলায় প্রায় ৪০০ কোটি টাকার বিক্রি ও বুকিং হয়েছে। দেড় হাজার কোটি টাকা বিক্রির প্রতিশ্রুতি মিলেছে। আর ২০ হাজার ক্রেতা-দর্শনার্থী মেলা পরিদর্শন করেছেন।
পাঁচ দিনের আবাসন মেলার শেষ দিন সোমবার বিকেলে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল)।
তিনি বলেন, ‘বিপুল জনসমাগমের মধ্য দিয়ে শেষ হচ্ছে রিহ্যাব ফেয়ার ২০২১। বিকেল ৪টা পর্যন্ত ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং ১৯৮ কোটি টাকা এবং প্লট ১২৫ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৭৪ কোটি ৩৮ লাখ টাকার বুকিং ও বিক্রি হয়েছে।’
‘এ ছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছেন ১৯ হাজার ২৩৭ জন।’
আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করে। ২৩ ডিসেম্বর শুরু হওয়া মেলা শেষ হয় সোমবার রাত ৯টায়।
মেলার বিভিন্ন দিক তুলে ধরে রিহ্যাব সভাপতি বলেন, ‘করোনা মহামারির পর নাগরিকদের বিনিয়োগে আস্থার অভাব ছিল। বিশ্বের বিভিন্ন দেশে করোনার প্রকোপ এখনও চলমান। দেশে করোনার প্রকোপ কমে এলেও এখনও শঙ্কার সংকেত রয়ে গেছে। এমন অবস্থায় আমরা আমাদের রিহ্যাব ফেয়ার সফলভাবে শেষ করেছি। মেলা মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। এই মেলার মাধ্যমে আবাসন খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘মেলায় ক্রয়-বিক্রয়ের সংখ্যা একটা দিক। তবে সংখ্যা দিয়ে মানুষের আস্থা ফিরে পাওয়ার সার্বিক চিত্র বর্ণনা করতে পারব না। এই মেলায় নাগরিকদের যে সাড়া, যে আবেদন আমরা দেখেছি, তাতে আমরা আশান্বিত হয়েছি। আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি আবাসন খাত ঘুঁরে দাঁড়াচ্ছে।’
আবাসন মেলার উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, 'মেলার আসল উদ্দেশ্য ব্র্যান্ডিং করা। এখানে যেসব ক্রেতা-দর্শনার্থী এসেছেন, তারা সবাই ফ্ল্যাট বা প্লট কিনবেন না। কেউ হয়তো এখন, কেউ হয়তো একটু পরে কিনবেন। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মেলায় আসা ক্রেতাদের কাছে তাদের পণ্যের মান সম্পর্কে তুলে ধরেছে। তারা ক্রেতা-দর্শনার্থীদের নার্সিং করবেন। অনেক অংশগ্রহণকারী ডিজিটাল মাধ্যমে তাদের পণ্য তুলে ধরেছেন। বিদেশ থেকেও প্রবাসীরা তাদের পণ্য সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।’
‘ক্রেতারাও মেলায় সব প্রতিষ্ঠানকে একসঙ্গে পেয়ে ফ্ল্যাটের দাম, মান যাচাই-বাছাই করেন। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেন।’
সংবাদ সম্মেলনে রিহ্যাহের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল মাহমুদ, সহসভাপতি ও মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানাসহ রিহ্যাবের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এবারের মেলায় মোট ২২০টি স্টল অংশ নিয়েছিল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলেছে মেলা।