পাবনায় যুবদলের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পণ্ড হয়ে গেছে।
সোমবার দুপুরে জেলা শহরের লাহিড়ীপাড়ায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
এ সময় জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ ছুরিকাহত হয়েছেন। ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে আহত হয়েছেন আরও ছয়জন।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে শহরের লাহিড়ীপাড়ায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ শুরু হয়। একপর্যায়ে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদের বক্তব্য শুরু হলে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হোসেন সুইট ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির আহমেদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় নেতারা তাদের থামানোর চেষ্টা করলেও দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মনির আহমেদ ছুরিকাহত হন। লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন কর্মীরা। পরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
এর আগে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কেন্দ্রীয় নেতারা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে মনির আহত হন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’