পুরান ঢাকার বংশালের একটি স্কুলের শ্রেণিকক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা, তা নিয়ে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পারভীন বেগম নামে ৪৭ বছর বয়সী নারীর মরদেহটি সোমবার আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের ভেতরে মেঝেতে পড়ে ছিল বলে জানিয়েছে পুলিশ।
বংশাল থানার পুলিশের উপপরিদর্শক হাসান মাতুব্বর জানান, মরদেহের মুখমণ্ডল রক্তাক্ত দেখা গেছে। পাশেই ইঁদুর নিধনের কীটনাশকের বোতল পাওয়া গেছে।
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বিষপানে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, এটা হত্যা কি আত্মহত্যা।’
পারভীন দুই মেয়ে ও এক ছেলের জননী ছিলেন। তার বাসা পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায়। তার স্বামী আব্দুল বাসেত বেশ কিছুদিন আগে মারা গেছেন।
ময়নাতদন্তের জন্য পারভীনের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।