কক্সবাজারে হোটেলে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কোনো আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সদর মডেল থানায় ১৮ ডিসেম্বর পাঁচজনকে আসামি করে মামলা করেছিলেন ছাত্রীর বাবা।
মেয়েটি স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে।
এজাহারে বলা হয়েছে, আসামি মোহাম্মদ আশিক বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। গেল ১৩ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যান আশিক ও তার সহযোগীরা।
হোটেল-মোটেল জোনের ৩ নম্বর গলির মমস হোটেলে নেয়া হয় তাকে। সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়। এর দুদিন পর তাকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
মামলায় আশিক ছাড়াও তার বাবা নজরুল ইসলাম, মা রাজিয়া বেগম, বোন জামাই মোহাম্মদ কামরুল ও মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম নিউজবাংলাকে বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে একটু সময় লাগছে।’
আশিকের বাবা নজরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে আশিকের প্রেমের সম্পর্ক ছিল। ছেলে-মেয়ে দুজন নিজেদের ইচ্ছায় সবকিছু করেছে। এখানে ধর্ষণের কিছু দেখি না।’