জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ঘরের ওপর উল্টে পড়েছে ট্রাক। এতে ঘরে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গারোহাড়ি গ্রামের কৃষক জয়নাল ও তার স্ত্রী হাসিনা বেগম।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রৌমারীগামী সারবোঝাই একটি ট্রাক ভোর ৪টার দিকে ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামের সড়কে আসামাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা জয়নালের ঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘরে ঘুমিয়ে থাকা জয়নাল ও তার স্ত্রী মারা যান।
ওসি বলেন, ঘরে পাশের খাটে তাদের দুই সন্তান ঘুমিয়ে থাকলেও ভাগ্যক্রমে তারা বেঁচে গেছে।
ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।