পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়েছে। তবুও সবাইকে সাবধান হতে হবে। কারণ, নেকড়ে এখনও ঘোরাফেরা করছে। স্বাধীনতা রক্ষায় সবাইকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে।‘
এ সময় মন্ত্রী প্রশ্ন ছুড়ে দেন, ‘মিরপুর খেলার মাঠে কীভাবে কিছু লোক পাকিস্তানের সাপোর্ট করে। কীভাবে, প্রতিষ্ঠিত পরিবারের ছেলেরা হলি আর্টিজানের মতো হামলায় অংশ নেয়।
‘কীভাবে, অন্য ধর্মের মানুষের ওপর এই প্রজন্মের মানুষেরা হামলা করে। তাই, এখনও আমাদের সামনে বিপদ আছে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ ব্যাংক সিলেটে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সবাইকে সংবিধানবদ্ধ দায়িত্ব পালন ও সৃজনশীল সেবা দিতে হবে। যাতে এর ফল সাধারণ মানুষ ভোগ করে। সিম্পলি ব্যালেন্স শিট নয়, কল্যাণ শিট বাস্তবায়ন করতে হবে।’
এমন কল্যাণকর কাজের মাধ্যমে জাতির পিতা ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হবে বলেও মন্তব্য করেন মান্নান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কবির আহমেদ, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক রূপ রতন পাইনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।