বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা: মৃত্যু বেড়ে ৪

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২১ ১০:৫১

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জ বাস-ট্রেন সংঘর্ষে আহত চারজনকে ঢামেকে আনা হয়। যার মধ্যে আগে এক শিশুসহ ২ জন মারা গেছেন। ২ জন চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে মেজবাউদ্দীন আজ মারা গেছেন।’

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় বাসে ট্রেনের ধাক্কায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনাটিতে এক শিশুসহ চারজনের মৃত্যু হলো।

সোমবার সকাল সাড়ে ৬টার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেজবাউদ্দীন নামের ওই ব্যক্তি মারা যান। তার বয়স ৬৫ বছর।

নিহতের ছেলে শাহরিয়ার জানান, রবিবারের ওই দুর্ঘটনায় তার বাবা আহত হলে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে পঙ্গু হাসপাতাল এবং সেখান থেকে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

মেজবাউদ্দীন নারায়ণগঞ্জের পঞ্চবটি কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

নিহতের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার ঘাড় ঘোড়া মদনগঞ্জ এলাকায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জ বাস-ট্রেন সংঘর্ষে আহত চারজনকে ঢামেকে আনা হয়। যার মধ্যে আগে এক শিশুসহ ২ জন মারা গেছেন। ২ জন চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে মেজবাউদ্দীন আজ মারা গেছেন।’

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (নারায়ণগঞ্জ ফাঁড়ি) মোখলেসুর রহমান বলেন, ‘ট্রেনটি দ্রুতগতিতে চলছিল। রেলক্রসিংয়ে থাকা গেটম্যান ব্যারিয়ার ফেলে যানবাহনের গতিরোধ করে, কিন্তু আনন্দ পরিবহনের বাসটি উত্তর পাশের ব্যারিয়ারটি ভেঙে রেললাইনের সামনে চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়।’

তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাসটি রেললাইন পার হতে গিয়ে আটকা পড়ে। ঠিক সে সময় ট্রেনটি এসে ধাক্কা দেয়। গেটম্যান ঠিক সময়ে রেলক্রসিংয়ের গেট নামায়নি বলেই এ ঘটনা ঘটে।

এ বিভাগের আরো খবর