রাজধানীর হাজারীবাগের একটি দুর্গা মন্দিরে দুই দফা হামলা চালানোর অভিযোগ উঠেছে।
শনিবার ও রোববার রাতে এ হামলা হয়। হাজারীবাগ থানায় রোববার রাতে বিষয়টি জানানোর পর থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বিজিবি সদস্যদেরও সেখানে অবস্থান নিতে দেখা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি নিউজবাংলাকে জানান, বিজিবির এক নম্বর গেটের কাছাকাছি ওই মন্দিরের পাশে নিয়মিত মাদক সেবন করে কিশোরদের একটি গ্রুপ। মন্দিরে যাওয়া তরুণীদের তারা উত্যক্ত করত। শনিবার মন্দির কর্তৃপক্ষ তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে রাতে মন্দির ও সংলগ্ন বাড়ি-ঘরে চড়াও হয় ওই কিশোররা।
এ ঘটনার রেশ ধরে রোববার রাতে আবারও হামলা চালায় দলটি।
এ বিষয়ে রমনার ডিসি সাজ্জাদুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘গতকাল (শনিবার) চারটা ছেলে মন্দিরের পাশে ধূমপান কিংবা গাঁজা সেবন করছিল। তাদেরকে মন্দিরের লোকজন চলে যেতে বলে। ওই কিশোরদের মধ্যে একজন আজ কয়েক জনকে সঙ্গে নিয়ে কীর্তন চলাকালীন মন্দিরে এসে হইচই করে এবং ইটপাটকেল ছোড়ে। তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’
ডিসি জানান, হামলাকারীদের মন্দিরের লোকজন সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করতে পারেনি। সিসিটিভি ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হামলাকারীদের শনাক্তের চেষ্টা হচ্ছে।
হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান সাজ্জাদুর রহমান।