চতুর্থ ধাপে নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টিতে আওয়ামী লীগ, ৬টিতে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র এবং একটিতে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে ভোটগণনা শেষে দুই উপজেলার নির্বাচনি কর্মকর্তারা এ ফল ঘোষণা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, সদর উপজেলায় ৯ ইউনিয়নে ভোট হয়। এর মধ্যে নৌকার চার এবং স্বতন্ত্র পাঁচজন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে নৌকার সাত এবং স্বতন্ত্র দুইজন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলায় আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন, কাদির হানিফ ইউনিয়নে আবদুর রহিম চৌধুরী, অশ্বদিয়ায় গোলাম হোসেন বাবলু, নেওয়াজপুরে আমির হোসেন বাহাদুর, চরমটুয়ায় কামাল উদ্দিন বাবলু।
একই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহীদের মধ্যে নির্বাচিতরা হলেন, আন্ডারচর ইউনিয়নে মো. জসীম উদ্দিন, এওজবালিয়ায় মো. বেলাল হোসেন, দাদপুরে মিজানুর রহমান শিপন, কালাদরাপে শাহাদাত উল্যাহ সেলিম এবং পূর্ব চরমটুয়ায় বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বারী চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কবিরহাট উপজেলায় আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন নরোত্তমপুর ইউনিয়নে এ কে এম সিরাজ উল্যাহ, ধানসিঁড়িতে কামাল খান, চাপরাশিরহাটে মো. মহিউদ্দিন টিটু, বাটইয়ায় মো. জসীম উদ্দিন শাহীন, ঘোষবাগে একেএম আলাউদ্দিন ভুঁইয়া।
একই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী নির্বাচিতরা হলেন, সুন্দলপুরে হাজী মো. ইলিয়াছ এবং ধানশালিক ইউনিয়নে মো. সাহাব উদ্দিন।
সদর উপজেলার ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন এবং কবিরহাট উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।