চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার তিন উপজেলার ১২ ইউনিয়নের ১২টিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। দুটি ইউনিয়নে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়াই করা দুই নেতা।
দুটি ইউনিয়নে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা। দলটি ভোট বর্জন করলেও তাদের বেশ কিছু স্থানীয় নেতা বিভিন্ন ইউনিয়নে প্রার্থী হয়েছেন।
জেলায় ৪ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, যারা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন।
চেয়ারম্যান পদে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ২টি, চৌদ্দগ্রাম উপজেলার ১০ টি ও ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে ভোট হয়।
এর মধ্যে চারটি ইউনিয়নে চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম, আমড়াতলীতে জিতেছেন নৌকা প্রতীকের মোজাম্মেল হোসেন।
চৌদ্দগ্রামের উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেনের তথ্য অনুযায়ী জেলার আটটি ইউনিয়নে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এরা হলেন১নং কাশিনগর ইউনিয়নে মোশারেফ হোসেন, ২নং উজিরপুরে নায়িমুর রহমান মাছুম, ৩নং কালিকাপুরে মাহবুব হোসেন মজুমদার, ৫নং শুভপুরে খলিলুর রহমান মজুমদার, ৮নং মুন্সিরহাটে মাহফুজ আলম, ৯নং কনকাপৈতে জাফর ইকবাল, ১০নং বাতিসায় কাজী ফখরুল আলম ফরহাদ এবং ১৩নং জগন্নাথদিঘি ইউনিয়নে জানে আলম ভূঁইয়া।
১১নং চিওড়ায় জিতেছেন স্বতন্ত্র প্রার্থী আবু তাহের, ১২নং গুণবতী ইউনিয়নে জিতেছেন আনারসের প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল।
ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচিতদের দুই জন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বুলবুল আহমেদের তথ্য অনুযায়ী এরা হলেন দুলালপুর ইউনিয়নে আনিসুর রহমান ভূইয়া রিপন ও মালাপাড়া ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন।
এই উপজেলায় জিতেছেন দুই জন স্বতন্ত্র প্রার্থী, যারা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন। এরা হলেন শিদলাই ইউনিয়নের সাইফুল ইসলাম ও চান্দলা ইউনিয়নের মো. ওমর ফারুক।
এই উপজেলায় বিজয়ীদের দুই জন আওয়ামী লীগের বিদ্রোহী। এরা হলেন শশীদল ইউনিয়নের আতিকুর রহমান রিয়াদ ও সাহেবাবাদেআমনির হোসেন চৌধুরী।
আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে উপজেলায় জিতেছেন দুই জন। এরা হলেন সদর ইউনিয়নেজহিরুল হক ও মাধবপুরের ফরিদ উদ্দীন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ৪ জন ও চৌদ্দগ্রাম উপজেলার ২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।