বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানিকগঞ্জে নৌকা ৯, স্বতন্ত্র ৭

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২১ ২২:১০

মানিকগঞ্জের ঘিওর এবং সাটুরিয়া উপজেলার ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ৯জন প্রার্থী বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র হিসেবে বিজয়ীদের মধ্যেও ৪জন রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। স্বতন্ত্র পরিচয়ে বিএনপির ৩জন প্রার্থী জয় পেয়েছেন।

চর্তুথ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের ঘিওর এবং সাটুরিয়া উপজেলার ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৯জন বিজয়ী হয়েছে। স্বতন্ত্র হিসেবে বিজয়ীদের মধ্যে ৪জন রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। স্বতন্ত্র পরিচয়ে বিএনপির ৩জন প্রার্থী জয় পেয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন অফিস জানায়, সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন নৌকার প্রার্থী জয় পেয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ২জন এবং বিএনপির স্বতন্ত্র একজন জয়লাভ করেছেন।

এছাড়া ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩জন বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ২জন প্রার্থী এবং বিএনপির স্বতন্ত্র ২জন জয় পেয়েছেন।

নির্বাচনে ঘিওর উপজেলায় ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬জন, সাধারন কাউন্সিলর পদে ২৬৫ এবং নারী কাউন্সিলর পদে ৮০ জন অংশ নেন। সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬জন, সাধারন কাউন্সিলর পদে ২৮৩ জন এবং নারী কাউন্সিলর পদে ৯৭ জন প্রার্থী ছিলেন।

এ বিভাগের আরো খবর