চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট সুষ্ঠু হয়েছে এবং আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি যোগ করেছেন, রোববার অনুষ্ঠিত ভোটসহ এ পর্যন্ত অনুষ্ঠিত চার ধাপের নির্বাচনই সুষ্ঠু হয়েছে।
রোববার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব এমনটা দাবি করেন।
তিনি বলেন, ‘চতুর্থ ধাপে মোট ৮৩৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পরিস্থিতি প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। আমাদের মোট ভোট কেন্দ্র ছিল ৯ হাজার ২২৪ টি। সে হিসাবে স্থগিত ভোটকেন্দ্রের হার ০.১৬ শতাংশ।’
ইসি সচিব বলেন, ‘আমার খোঁজ নিয়েছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর নিয়েছি, সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে। আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে, জনগণের সম্পৃক্ততা ছিল। তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি হয়েছে বলে আশা করছি।
‘ভোটগ্রহণকালে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৬৩ জন আটক হয়েছে। পাঁচজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেছেন।’
হুমায়ুন কবীর বলেন, সার্বিক বিবেচনায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।
ইউপিতে চার ধাপের মধ্যে কোন ধাপের নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি খুবই আশাব্যঞ্জক ছিল। সার্বিকভাবে বলবো, এবার ইউপিতে আমরা যে ভোট করেছি তার প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে। যত সামনের দিকে যাব নির্বাচন তত ভালো হবে।’