নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিকদলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে সার্চ কমিটির কোনো নাম প্রস্তাব করেনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।
রোববার প্রায় এক ঘণ্টা বঙ্গভবনে সংলাপ শেষে বের হয়ে এমন তথ্য জানিয়েছে দলটির কার্যকরী সভাপতি আইভি আহমেদ।
তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনে কোনো নাম চাননি। তাই আমরাও কোনো নাম প্রস্তাব করিনি।’
এর আগে বিকেল ৪টায় আইভি আহমেদের নেতৃত্বে মোট সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সংলাপে যায়।
দলের অন্য সদস্যরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থ সারথি চক্রবর্তী ও সম্পাদকমণ্ডলীর সদস্য কৃষি অনিল চক্রবর্তী।
এর আগে ২০ ডিসেম্বর জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে সোমবার রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়।
সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ন্যাপের কার্যকরী সভাপতি বলেন, ‘সার্চ কমিটি গঠনের আমাদের কাছে কোনো নামও চায়নি। তাই আমরাও কোনো নাম প্রস্তাব করিনি। সার্চ কমিটি নিয়ে আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। আমরা মনে করি সীমিত সময়ের মধ্যে সার্চ কমিটি করা সম্ভব নয়।’
এই সময় দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘আজকে সংলাপের বিষয় ছিল নির্বাচন কমিশন গঠন নিয়ে। সার্চ কমিটি গঠন নিয়ে সংলাপ ছিল না। নির্বাচন কমিশন গঠন নিয়ে যে বির্তক সেটি নিরসন করতে আইন প্রণয়ন করতে হবে। আইন প্রণয়নের উদ্যোগ নিয়ে সময় পাচ্ছি না, এক ধরনের কথা। আর আইনের উদ্যোগ না দিয়ে সময় পাচ্ছি না, এটা আরেক ধরণের কথা। আমরা মনে করি আইন প্রণয়নে এখনই উদ্যোগ নেয়া উচিত।’
আপনার কি তাহলে সার্চ কমিটির বিপক্ষে জানতে চাইলে আইভি আহমেদ বলেন, ‘আমরা বলছি, আইন করতে হবে। সার্চ কমিটির পক্ষে না বিপক্ষে সেই বিষয়টি সংলাপে আসেনি।’
সার্চ কমিটি হলে ন্যাপ সেটি মানবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘যখন হবে তখন বোঝা যাবে।’
এ সময় তিনি সাংবাদিকদের জানান, সংলাপে নির্বাচন কমিশন আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে ন্যাপ।
ইসমাইল হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন আইন করার জন্য আমরা বলেছি।’
বিকল্প কোনো প্রস্তাব দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বলেছি সরকারকে উদ্যোগ নিতে হবে, যাতে ভোটাধিকারের জন্য আমরা সবাই ভোটকেন্দ্রে যেতে পারি। সেখানে যেন কোনো মন্ত্রী-এমপি প্রভাব খাটাতে না পারে। এই ধরনের প্রস্তাবগুলো আমরা দিয়েছি।’
আইন ছাড়া নির্বাচন কমিশন গঠন হলে ন্যাপ সেটি মেনে নিবে কি না জানতে চাইলে আইভি আহমেদ বলেন, ‘এটা যখন কমিশন গঠন হবে, তখনকার বিষয়। তখন ইসি কী ধরনের উদ্যোগ নিচ্ছে, জনগণ ভোট দিতে যেতে পারছে কি না, ভোট কেন্দ্রের পরিবেশ ঠিক রাখতে পারছে কি না, সেটার ওপর নির্ভর করছে।’
আপনাদের প্রস্তাবের বিষয়ে রাষ্ট্রপতি কী বলেছে জানতে চাইলে তিনি বলেন, ‘মহানাম্য রাষ্ট্রপতি বলেছেন, আপনারা আমার ক্ষমতা সম্পর্কে জানেন। ফলে আমি আমার ক্ষমতার মধ্যে থেকে জনগণের যে দাবি, আপনাদের যে দাবি তার প্রতি শ্রদ্ধাশীল।’
আইভি আহমেদ বলেন, ‘এখন উনি কতটুকু করবেন, সেটা আমরা ভবিষ্যতে দেখব, বুঝব। এর আগে তো কিছু বলব না।’
লিখিত বক্তব্যে আইভি আহমেদ বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান সার্চ কমিটি গঠন করে। ২০১৩ সালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিনের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন এবং দ্বিতীয়বার ২০১৬ সালে মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সাহেবের সংলাপের পর সার্চ কমিটি গঠন হয়।
‘২০১৮ সালে একই পদ্ধতিতে প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম নুরুল হুদার অধীনের জাতীয় নির্বাচন এবং এরপরের নির্বাচনের অভিজ্ঞতা সুখকর নয়। প্রায় প্রতিটি নির্বাচনে যথেচ্ছ টাকার ব্যবহার, অস্ত্রের মহড়া, ভোটকেন্দ্রের বুথ দখল ও হতাহতের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন এসব অঘটনের প্রতিকারের বিষয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।’
লিখিত প্রস্তাবে বলা হয়েছে,
# পবিত্র সংবিধানকে যথাযথ অনুসরণ করা প্রয়োজন। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে একটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের নির্দেশনা দেয়া আছে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও কার্যকরভাবে গড়ে তুলতে আমরা সংবিধান অনুযায়ী আইন করার জোর দাবি জানাচ্ছি।
# নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে যোগ্য, দক্ষ, নির্মোহ, সৎ ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়োগ দিতে হবে।
# নির্বাচনে ধর্মের অপব্যবহারকারী, যথেচ্ছ টাকা ও অস্ত্র এবং পেশীশক্তি ব্যবহারকারীদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও শাস্তিদানের ব্যবস্থা নিতে হবে।
# নির্বাচনে মন্ত্রী-এমপিদের অযাচিত হস্তক্ষেপ ও প্রচারণায় অংশ নেয়া বন্ধ করতে হবে। নির্বাচনকালীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।
# নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও অধিকতর শক্তিশালী করতে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। কমিশনকে নির্বাচনকালীন প্রশাসনিক কর্মকর্তাদের রদবদল প্রয়োজনে শাস্তি প্রদানের ক্ষমতা ও সাংবিধানিক আইন প্রয়োগের নিশ্চয়তা দিতে হবে।
# নির্বাচন কমিশনের কৃতকর্ম ও ব্যর্থতার জন্য জবাবদিহিমূলক ব্যবস্থা থাকতে হবে।
# স্বাধীনতার চেতনাবিরোধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।