বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ.লীগ কর্মীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২১ ১৪:২০

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ তৎপর রয়েছে।’ 

চুয়াডাঙ্গায় সদর উপজেলায় নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

আলুকদিয়া ইউনিয়নের জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা হলেন জোড়াঘাটা গ্রামের দুই ভাই রাজু আহমেদ ও রাসেল আহমেদ।

রাজু আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘আমরা দুই ভাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের কর্মী। দুপুরে কেন্দ্রে ভোট দিতে গেলে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় নৌকা প্রতীকের কর্মীরা।

‘তারা আমাদের ছুরিকাঘাতে জখম করেন। এ সময় টুটুল ও মিলন নামে দুজন এগিয়ে এলে আওয়ামী লীগ কর্মীদের কিল-ঘুষিতে তারা আহত হয়েছেন।’

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) ইসলাম উদ্দিন বলেন, ‘জোড়াঘাটায় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে এসে নৌকা প্রতীকের সমর্থকরা আমার দুই কর্মীকে কুপিয়ে জখম করেছে। আমি ভোট বর্জন করব।’

এ ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউ ফোন ধরেননি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন জানান, ‘আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন,‘ বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ তৎপর রয়েছে।’

এ বিভাগের আরো খবর