নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মধ্য চর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গেলে সেলিনা আক্তার নামের এক নারীকে আটক করা হয়েছে।
রোববার সকাল ১১টায় ওই কেন্দ্রের ২ নম্বর বুথে জাল ভোট দিতে যান সেলিনা।
আটক সেলিনা আক্তারের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
মধ্য চর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শিশির রঞ্জন সরকার বলেন, ‘বেলা ১১টার দিকে ২ নম্বর বুথে ভোট দিতে আসেন ওই নারী। এ সময় বুথের সহকারী প্রিসাইডিং অফিসার ওই নারীর ছবির সঙ্গে মিল না পেয়ে জাল ভোট দাতা হিসেবে চিহ্নিত করে তাকে পুলিশে দেন।’
জাল ভোট দেয়ার উদ্দেশ্যে ভোটকেন্দ্রে প্রবেশের অপরাধে ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রিসাইডিং অফিসার শিশির রঞ্জন।
রোববার দেশের ৮৩৬ ইউনিয়ন পরিষদে ভোট চলছে। ভোট শুরু হয়েছে সকাল ৮টায়, চলবে টানা ৪টা পর্যন্ত।