ঘটনা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার ৮টি ইউনিয়নে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কেন্দ্র থেকে বিপুল পরিমাণ টাকাসহ এক নৌকার এজেন্টকে আটক করা হয়েছে।
উপজেলার পক্ষিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কেন্দ্র থেকে সকাল ৯টার দিকে তাকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।
এ সময় তার কাছ থেকে ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকের নাম মো. সবুজ। তার বাড়ি কেন্দ্র এলাকায়।
ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করে জানান, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে জেলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার ৮টি ইউনিয়নে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।