বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মসজিদে বুথ বানিয়ে ভোট

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২১ ১২:২২

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সোহেল খান বলেন, ‘এখানে কোনো প্রাইমারি স্কুল, মাদ্রাসা বা অন্য কোনো প্রতিষ্ঠান না থাকায় মসজিদের ভেতরে ভোট নিতে বাধ্য হচ্ছি। পাশের ছোট টিনের ঘরে নির্দিষ্ট সময়ের মধ্যে সব ভোট নেয়ার সুযোগ না থাকায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।’

ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মসজিদের ভেতর বুথ বানিয়ে ভোট নেয়া হচ্ছে।

অবকাঠামোর অভাবে ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলন্দাজ বাড়ি জামে মসজিদে ভোট দিচ্ছেন পুরুষ ভোটাররা।

প্রতিবেদন লেখা পর্যন্ত ওই কেন্দ্রের তিন বুথে ২৬৮টি ভোট পড়েছে। কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৮৮৬ জন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, মসজিদে ভোট দিতে ভোটাররা সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন। মসজিদের ভেতরে প্রিসাইডিং ও পোলিং এজেন্টরা ভোটিং কার্যক্রমে ব্যস্ত।

বসতবাড়ি ঘেরা নিরিবিলি পরিবেশে নিরাপত্তা বাহিনীর পাহারায় সুষ্ঠুভাবে ভোট চলছে।

এ সময় লাইনে দাঁড়ানো এক ভোটার বলেন, ‘মসজিদের পাশের ঘরটার মধ্যে ভোট নিতে পারত। পবিত্র স্থান মসজিদে ভোট নেয়ায় আমাগো খারাপ লাগতাছে। কিন্তু কী আর করার। ভোট দিতে আইছি। এইডা হ্যাগো ভাবা উচিত ছিল।’

মসজিদে ভোট দিতে আসা মুক্তিযোদ্ধা খলিল ব্যাপারী বলেন, ‘এ ধরনের কাজ করে মসজিদকে ছোট করা হয়েছে। যেখানে নামাজ পড়া হয়, সেখানে মানুষজন যার যার মতো ঢুকতেছে, ভোট দিতেছে, এটা মসজিদের অমর্যাদা।’

তিনি আরও বলেন, ‘মসজিদের পাশে টিনের ঘরে এক পাশে নারী আর এক পাশে পুরুষদের ভোট নেয়া যেত। কিন্তু কর্তৃপক্ষ কেন করল না, এটাই বুঝতে পারলাম না।’

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সোহেল খান বলেন, ‘এ কেন্দ্র একটু রিমোট এরিয়ার মধ্যে। এখানে কোনো প্রাইমারি স্কুল বা মাদ্রাসা বা অন্য কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে মসজিদের ভেতরেই ভোট নিতে বাধ্য হচ্ছি।

‘পাশে ছোট টিনের ঘরে নির্দিষ্ট সময়ের মধ্যে এত ভোট নেয়ার সুযোগ না থাকায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে বাধ্য হয়েই মসজিদের ভেতর বুথ করে ভোট নিতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভোট বন্ধ করার সুযোগ নেই, তবে নামাজের সময় শুধু জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে সবাইকে বাড়িতে নামাজ আদায় করার পরামর্শ দেয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর