টাঙ্গাইলের ভূঞাপুরে ১০৫ নম্বর বঙ্গবন্ধু পূর্ব পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।
ভোটাররা বলছেন, প্রভাবশালী প্রার্থীদের এজেন্টদের ইশারায় প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা হচ্ছে। অন্যথায় তারা হুমকি-ধমকি দিচ্ছে।
অভিযোগ রয়েছে, বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তাকে বারবার অবগত করা হলেও কোনো কাজ হয়নি।
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘প্রকাশ্যে সিল না মারার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে।’
নিউজবাংলাকে জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়ে কেন্দ্রে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। অভিযুক্তদের সেখান থেকে বের করে দেয়া হয়েছে। ভোটের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে।’