অধ্যাপক আবুল বারকাত ফের বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও অর্থনীতিবিদ বারকাত চতুর্থবারের মতো অর্থনীতি সমিতির সভাপতি হলেন।
বাংলাদেশের পেশাদার অর্থনীতিবিদদের এই সংগঠনের চার বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আবুল বারকাত।
সমিতির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম। কোষাধ্যক্ষ হয়েছেন বিদায়ী কমিটির সহসভাপতি এ জেড এম আবু সালেহ।
৪২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহক কমিটির এই তিন জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকিরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার অর্থনীতি সমিতির দুই দিনব্যাপী ২১তম দ্বিবার্ষিক সম্মেলনের শেষ দিন শনিবার রাতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক হান্নানা বেগম, আলমগীর হোসেন ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেন খান, মোস্তাফিজুর রহমান সরকার, সাইদুর রহমান এবং নাজমা পারভীন পাপড়ি।
যুগ্ম সম্পাদক হয়েছেন বদরুল মুনির, শেখ আলী আহমেদ টুটুল, আতাউর রহমান মন্ডল ও মাহমুদুল হাসান।
সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম
নির্বাচিত ১০ জন সহ-সম্পাদক হলেন, পার্থ সারথী ঘোষ, মনছুর এম ওয়াই চৌধুরী, জাহাঙ্গীর আলম, সৈয়দ এসরারুল হক সোপেন, হাবিবুল ইসলাম, এ এম এম আতিকুর রহমান, মোহাইমিনুল ইসলাম, সাইফুর রহমান, তাসরুন জাহান এবং মুহাম্মদ জসিম উদ্দিন।
নতুন কমিটির ১৯ জন সদস্য হলেন, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ, লিয়াকত হোসেন মোড়ল, অধ্যাপক জহিরুল ইসলাম সিকদার, শাহানারা বেগম, মোরশেদ হোসেন, শামিমুল ইসলাম, মোজাম্মেল হক, শাহেদ আহমেদ, মেহেরুননেছা, খোরশেদ আলম কাদেরী, নেছার আহমেদ, মোহাম্মদ আকবর কবীর, আখতারুজ্জামান খান, সুকুমার ঘোষ, মনিরুল ইসলাম, জনি পারভীন, জাকির হোসেন এবং মোসলে উদ্দিন (রিফাত)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, কোরবান আলী। সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন, জামাল মোল্লা ও মেছের উদ্দিন।