ঝিনাইদহের শৈলকুপায় বাসের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের সামনে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আজিদ আলী। উপজেলার যোগীপাড়া গ্রামে তার বাড়ি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘ভ্যান চালিয়ে আজিদ যোগীপাড়া থেকে শেখপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগলে রাস্তায় ছিটকে পড়ে যান আজিদ। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত আজিদের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পথে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।