রাজস্ব ফাঁকি দিয়ে গোপনে ভারতীয় চকলেট এনে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ব্রিজ এলাকা থেকে ২ হাজার ৯৪৬টি ভারতীয় চকলেট, ৬ হাজার টাকা, দুটি মোবাইলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন মুক্তাগাছা উপজেলার গারাইকুটি গ্রামের প্রয়াত তালেব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রয়াত আজিজুল হকের ছেলে ইয়ারুল ইসলাম।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘এ দুজন দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়ে গোপনে চোরাইপথে বাংলাদেশে ভারতীয় চকলেট নিয়ে আসতেন। এরপর বিভিন্ন জেলায় এগুলো বিক্রি করা হতো। গোপন সংবাদে এ তথ্য জানতে পেরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শনিবার দুপুরে থানায় মামলা করেছে র্যাব। এ ছাড়া এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘বিকেল ৫টার দিকে আসামিদের ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন।’