দিনাজপুরের ফুলবাড়ী থানার তেঁতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে চা খেতে বের হওয়ার পর হারিয়ে গিয়েছিলেন ৪৫ বছরের শাহাদত আলী। এরপর দুই বছর ধরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বেড়িয়েছেন ছেলে আরিফ। অবশেষে ফেসবুকে বাবা শাহাদাতের ছবি দেখে পেয়েছেন তার সন্ধান।
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে শনিবার বিকেলে বাবা শাহাদত আলীকে পান আরিফ। ওই সময় তার সঙ্গে ছিলেন শাহাদতের ভাইয়ের ছেলে সাজ্জাদ ও জামাই আব্দুর রহমান।
আরিফ নিউজবাংলাকে বলেন, ‘আমার বাবা একটু মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রতিদিন বাড়ি থেকে স্থানীয় বাজারে চা খেতে যেতেন। হঠাৎ বাবা একদিন বাড়ি ফিরে না এলে আমরা তার পর থেকেই তাকে খুঁজতে থাকি।
‘দীর্ঘদিন তার কোনো খোঁজখবর না পেয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। আসলে তিনি বেঁচে আছেন কি না তা নিয়েও ছিল সংশয়। হঠাৎ গত ২৩ ডিসেম্বর একটি ফেসবুক আইডিতে আমার বাবার ছবি দেখতে পেয়ে আমরা তার সঙ্গে যোগাযোগ করে মেহেরপুরে চলে আসি। এসে অবশেষে আজ বিকেলে আমার বাবাকে ফিরে পাই।’
সাজ্জাদ হোসেন জানান, ফেসবুকে ছবিটি দেখার পর আরিফসহ তারা মেহেরপুরে আসেন। সেখানে সাংবাদিক বাবু তাদের সার্বিক সহযোগিতা করেন। সারা দিন খোঁজাখুঁজির পর অবশেষে বিকেলে চাচাকে ফিরে পান।
স্থানীয় সংবাদকর্মী রাকিবুল ইসলাম কবি নিউজবাংলাকে জানান, ‘মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি আমাদের বাড়িতে খাবার চাইলে আমি তাকে খেতে দিয়ে পরিচয় জানতে চাই। তিনি শুধু বলেন, আমার বাড়ি দিনাজপুরে। তখন আমি ওই ব্যক্তির ছবি তুলে ফেসবুকে শেয়ার করি।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হারিয়ে যাওয়া শাহাদতের নাম-ঠিকানা নিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।