করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুশূন্য দিন কাটিয়েছে বাকি সাত বিভাগ।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত এক দিনে করোনার সংক্রমণ ধরা পড়েছে ২৭৫ জনের শরীরে।
দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জনের দেহে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৬ জনের।
গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ব্যক্তি পুরুষ, তিনি ষাটোর্ধ্ব।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ১৩ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক শূন্য ১ শতাংশ। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, কোনো দেশে টানা দুই সপ্তাহ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে সে দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে বলে ধরা হয়।
এই অনুযায়ী বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। সরকারের লক্ষ্য এই হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।