মাগুরার শালিখায় বাড়ির পাশে চায়ের দোকানে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন এক ব্যক্তি। এ সময় আহত হয়েছেন চারজন।
শালিখার তালখরি ইউনিয়নে শাবলাট গ্রামে শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত ব্যক্তির নাম শরীফুল ইসলাম।
স্থানীয়দের বরাতে ওসি জানান, শাবলাট গ্রামে অনেক দিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আইয়ুব হোসেনের সঙ্গে মহব্বত মোল্লার বিরোধ চলছিল। এর আগেও এদের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে একাধিকবার।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মহব্বত মোল্লা তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে চায়ের দোকানে যান। সে সময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে মহব্বতসহ পাঁচজন আহত হন।
তাদের যশোর জেনারেল হাসপাতালে নেয়ার সময় পথে শরীফুলের মৃত্যু হয়। আহত মহব্বত, রাজীবুল হোসেন রাজীব, আনিচুর রহমান ও বদরুদ্দিন মোল্লা ওই হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে রাজীব নিহত শরীফুলের ছেলে।
ওসি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে আধিপত্য বিস্তারের বিরোধ থেকে এই হামলা হয়েছে। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম নিউজবাংলাকে জানান, এরই মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহীনূর রহমান সোহাগ জানান, আহতদের মধ্যে মহব্বত, আনিচুর ও বদরুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।