বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কল্যাণের বাণী নিয়ে মোংলায় বড়দিন উদযাপন

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২১ ১৬:২০

ধর্মযাজক ডামিয়েল মন্ডল বলেন, ‘বড়দিনের যেসব ধর্মীয় আচার অনুষ্ঠানে বাইরের লোক সমাগম হয় সে ধরনের উদযাপন নিরুৎসাহিত করা করা হচ্ছে। মাস্ক ছাড়া কেউ গির্জায় প্রবেশ করতে পারবে না।’

শান্তি ও কল্যাণের বাণী নিয়ে যিশুর খ্রিস্টের আগমনী দিন উদযাপন করেছে মোংলার খ্রিস্টান সম্প্রদায়।

শনিবার সকাল ৮টায় দিনটি উপলক্ষে শহরের শেহেলাবুনিয়ায় প্রধান গির্জা সেন্ট পলস ক্যাথলিক চার্চে বড়দিনের প্রার্থনায় যোগ দিতে সমবেত হন ভক্তরা।

ফুল, নানান রংয়ের বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে সাজানো হয়েছে গির্জার উপাসনালয়।

এসময় বড়দিনের উৎসবে যোগ দিতে প্রধান গির্জায় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বেগম হাবিবুননার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, গির্জার প্রধান পালক পুরোহিত ডানিয়েল মন্ডল এবং ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা।

মহামারির কারণে এবারের বড়দিনের আয়োজনে চাকচিক্য কম দেখা গেছে এখানকার আরও সাতটি গির্জায়।

ধর্মযাজক ডামিয়েল মন্ডল বলেন, ‘বড়দিনের যেসব ধর্মীয় আচার অনুষ্ঠানে বাইরের লোক সমাগম হয় সে ধরনের উদযাপন নিরুৎসাহিত করা করা হচ্ছে। মাস্ক ছাড়া কেউ গির্জায় প্রবেশ করতে পারবে না।'

এ বিভাগের আরো খবর