মাদারীপুরের ডাসার উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার পশ্চিম বোতলা মজুমদার বাড়ি থেকে শুক্রবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৪ বছর ওই ছাত্রী উপজেলার পশ্চিম বোতলা গার্লস স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।
পরিবারের বরাতে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘ছোটবেলা থেকেই নানা দিলু মজুমদারের বাড়িতে থেকে লেখাপড়া করত ওই ছাত্রী। তবে কী কারণে গলায় ফাঁস দিল, এখনও কারণ জানা যায়নি।’
স্কুলছাত্রীর নানা দিলু মজুমদার বলেন, ‘আমরা এসে ডাকাডাকি করলে ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। মাটি খুঁড়ে ঘরে ঢুকে দেখি মরদেহ আড়ার সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়দের সহায়তায় লাশ নিচে নামাই। তবে কী কারণে আমার নাতি আত্মহত্যা করল, বলতে পারছি না।’
‘আমার নাতনি ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করল, বলতে পারছি না।’
এ বিষয়ে ওসি হাসানুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাত ১২টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে পৌঁছেছে। এ ঘটনায় পরিবার শনিবার সকাল পর্যন্ত কোনো অভিযোগ জানায়নি।