ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হয়েছেন পুলিশের পাঁচ সদস্যও। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার কুট্টপাড়া এলাকায় শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সরাইল থানার আহত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সন্ধ্যায় নিউজবাংলাকে এ সব নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে কুট্টপাড়া গ্রামের ঈদগাহ মাঠে ক্রিকেট খেলছিল কুট্টপাড়া ও সৈয়দটুলা গ্রামের ছেলেরা। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে কুট্টপাড়ার ডাউনপাড়া এলাকার সজিব মিয়াকে মেরে মাথা ফাটিয়ে দেয় সৈয়দটুলা গ্রামের ছেলেরা।
এর জেরে সৈয়দটুলা গ্রামের খন্দকারবাড়ি ও কুট্টপাড়ার ডাইনপাড়া এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হন। এক পর্যায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে পুলিশের পাঁচ সদস্য আহত হন।
এসআই সাইফুল ইসলাম ছাড়া আহত অন্যরা হলেন, এসআই সাইফুল ইসলাম , পুলিশ সদস্য জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম ও শাহিদুল ইসলাম।
এদিকে আহত সজিব ও পুলিশের পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যথাসময়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় বড় ধরনের সংঘাত এড়ানো গেছে। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।